কবিতাসংগ্রহ/কবচকুণ্ডল/তাহলে, ধর্মের কল
(পৃ. ৭৩)
তাহলে, ধর্মের কল
যদিও ধর্মের কল নড়ে উঠছে রোজ, হাওয়ার ভূমিকার চেয়ে
ঢের বড়ো হয়ে উঠছে
সময়ের ফের, আরো একবার প্রমাণিত হোক গাড়োলের দেশে
চিরকাল শরীরের চেয়ে ছায়া
বেশি দামি আর খুব স্বাভাবিক বারো হাত কাঁকুড়ের মাচা
আলো-করে-থাকা তেরো হাত বীচি
যে-কোনো অছিলা নিয়ে কলের বন্দনা গাইলে লোকে বলে
শেষে জয় হলো সেই ধর্মের-ই
তাহলে ধর্মের কল নড়ে ওঠার পেছনে হাওয়ার ভূমিকা কতখানি
এসো, বলি সেই কথা