কবিতাসংগ্রহ/কবচকুণ্ডল/এই তীব্র ব্যাসকূট
(পৃ. ৮৯)
এই তীব্র ব্যাসকূট
তৃষ্ণার কী ভাষা আছে কোনো? ভাষার আঁধারে
এত দীর্ঘশ্বাস, তাকে কোন্
স্পর্শ দিয়ে জাগাও পৃথিবী? এই তীব্র ব্যাসকূট
রয়ে গেছে জনম অবধি, তবু
কতদিন গেল রূপ নেহারিতে কাঙালের চোখে
তৃষ্ণার কী গান আছে কোনো?
গানের ভনিতা থেকে উঠে আসে হলাহল শুধু
নিরবধি কাল