কবিতাসংগ্রহ/কবচকুণ্ডল/ধুলোর গান
(পৃ. ৮৭)
ধুলোর গান
ধুলোর শরীরে
শুধু ধুলো নেই
আছে আরো কত জল ও আকাশ
তবু জলে ভয়, ভয় আকাশেও
ধুলো যদি ধুলোতেই থাকে
ভয় নেই
ছেলেবেলা থেকে বহুবার শুনেছি একথা
মা কত ধুলোর গান গেয়েছেন
কিন্তু জল বা আকাশে।
কেন এত ভয়, কখনো বুঝিনি
ভেসে যেতে চাই, চাই উড়ে যেতে
ধুলো তবু বার-বার ধুলোতেই টানে
আজও শৈশবের আদুড় শরীরে রোদ হয়ে আসে
আমার মায়ের গান
জল আর আকাশের ভয়
আজও কাটাতে পারিনি