কবিতাসংগ্রহ/কবচকুণ্ডল/নিসর্গ
(পৃ. ৬৮)
নিসর্গ
ওড়ে, ছাই ওড়ে, বাসি দিন
ঝরে যায়
ওগো মেধাবী শ্রমিক, তোমাকে প্রণাম
পোড়ে, রাত পোড়ে, নেই আর
ক্লান্ত স্মৃতি
এ-হেন নিসর্গ জুড়ে শুধু আজ
বোবা, অন্ধ প্রতীকেরা
উড়ুক উড়ুক ছাই
পুড়ুক পুড়ুক রাত
ওগো মেধাবী শ্রমিক, তোমাকে প্রণাম