কবিতাসংগ্রহ/কবচকুণ্ডল/কালবেলায়

কালবেলায়

এই বিপুল নৈঃশব্দ্য জুড়ে শুধু ছায়া
শুধু গ্রহণের চাঁদ

আলো ভেঙে-ভেঙে চূর্ণ মনীষার বিচ্ছুরণ
জেগে আছে, বাক্‌প্রতিমায়
ফুটে ওঠে ক্ষণিক স্তব্ধতা আর শিকড়ের ঘ্রাণ

পথে-পথে ছড়িয়ে রয়েছে যৌথ সামগীতি থেকে
উঠে-আসা ব্যর্থ উচ্চারণ
এই বিপুল নৈঃশব্দ্য জুড়ে শুধু ছায়া
শুধু গ্রহণের চাঁদ