কবিতাসংগ্রহ/কবচকুণ্ডল/নচিকেতা ফিরে এল
(পৃ. ৮৮)
নচিকেতা ফিরে এল
নচিকেতা ফিরে এল দক্ষিণ দুয়ার থেকে
ঘাস জল ছেড়ে দিয়ে সেই গাভীগুলি
কার কাছে যাবে?
কখনো কী ফিরে পাবে না-চিবোনো কচি ঘাস, আর
ঋষভের প্রেম?
নচিকেতা ফিরে এসে ছুঁয়ে ছিল লোহা, শস্য
আগুনের আঁচ?
মৃত্যুকে দিয়েছ তুলে, কোন্ ছলে আজ
মেনে নেবে তাকে?
তাই নচিকেতা ফিরে যায় দক্ষিণ দুয়ারে