কবিতাসংগ্রহ/কবচকুণ্ডল/লিখি ২
(পৃ. ৬৬)
লিখি ২
তাহলে, লিখি নাহয় ভাল লাগা না লাগার
মানুষ-জন্মের কথা
লিখি, গোপন রাত্রির বারমাস্যা, গৌরচন্দ্রিকার
পরে লিখি লঘু আয়োজন।
কত বর্ণময় এই গভীর বিস্তার, লিখি, ধাবমান
জীবনের বেআব্রু শূন্যতা।
লিখি, মিথ্যায় ডুবিয়ে দিয়ে অক্ষরের আয়ু
ঘাতকের সেঁকো বিষে
আলোড়িত করে, এই ভবসিন্ধু নিয়ে লিখি
লিখে যাই, মানুষ-জন্মের কথামালা