কবিতাসংগ্রহ/কবচকুণ্ডল/লিখি ১
(পৃ. ৬৫)
লিখি ১
ভাঙনের গাথা লিখি, লিখি রূপকথা
নষ্ট চাঁদ ও গ্রহণ নিয়ে
লিখি সংকেতে পৃথিবী তৈরি করে
ফের, বাঁ-পাঁজর থেকে
জন্ম নিক মায়া-বীজ, চিরনতুনের
ডাক দিয়ে যাক, আর
হেসে গড়িয়ে পড়ুক বোকাদের খুকু-প্রেম
যদি লিখি এইসব সাবেকি কাহিনী
হবে রূপকথা? হবে ভাঙনের
স্তোত্রাবলী নাকি গাঢ় সাংকেতিক পদে
লিখব অতি-ব্যক্তিগত
কেচ্ছা, নৈর্ব্যক্তিক পুরাণে মিশিয়ে?
আপাতত, লিখি, লিখে যেতে থাকি!