কবিতাসংগ্রহ/কবচকুণ্ডল/যাতায়াত

যাতায়াত

নেই, আমার আকাশে আর নেই পাখির উড়াল

সমস্ত দিনের শেষে নেমে আসে
অন্ধকার, প্রকাশ-অতীত
ন্যূনতম ভুল বেজে ওঠে সংগীতের সুরে

প্রিয়তমা, হাত রাখো হাতে
ক্রমাগত মরণের থেকে যাই খরজীবনের দিকে

যাই, আকাশের গান থেকে পাখির ডানায়

যাই, যাতায়াত বড়ো ভালো লাগে