কবিতাসংগ্রহ/কবচকুণ্ডল/যেতে-যেতে

যেতে-যেতে

যেতে-যেতে মুহূর্ত-বৈভব ভ্রমে মেনে নিতে হয়েছিল
অশনি-সম্পাত
যেতে যেতে জলের প্রবাহে কখনো কী শুনেছিলে
দশমীর গান?

সে-সময়, চারদিকে, বেজে উঠেছিল মুহুর্মুহু
উন্মাদ বন্দনা: কেউ জানে
কারো হাহাকার ডুবে গেল কিনা
সেই আনখ-উল্লাসে?

যেতে-যেতে পাথরের প্রতিটি ফাটলে দেখেছিলে গাঢ়
রক্তচ্ছটা?
যেতে-যেতে নুড়ি ভেবে ধুলো থেকে কুড়িয়ে নিয়েছ শুধু
বিদায় চুম্বন