কবিতাসংগ্রহ/কবচকুণ্ডল/আলো ৩
(পৃ. ৮৬)
আলো ৩
গৃঢ় সংকেতের মতো আলো এসে ছুঁয়ে যায়
প্রতিদিন, বোবা জিভে
সাড়া পাই যেন, তবু দেখি আজও
অন্ধকার গিলে খায়
আমার নির্জন আমার আকাল
কথামাত্র এইটুকু, ঘন কালো
রাতের পাঁজর ছিঁড়ে
এসেছিল আলো, ছুঁয়ে যাবে বলে