কবিতাসংগ্রহ/কবচকুণ্ডল/লেখার টেবিল

লেখার টেবিল

কলমের ওষ্ঠ ছুঁয়ে ফিরে যাচ্ছে ক্লান্ত অক্ষরেরা
গোপন অসুখে পুড়ে যাচ্ছে জীবন, আর
অক্ষরের পৃথিবী জুড়ে নষ্ট চূণ স্মৃতিভ্রম
মিথ্যা শুশ্রষার আয়োজন-
লেখার টেবিলে আজকাল শুধুই মৃত্যুর গন্ধ

কাগজের ভাঁজে ভাঁজে ঘৃণা, রূঢ় অন্ধকার
বোবা হাহাকার
গিলে খাচ্ছে কলমের আত্মা, ঘনিষ্ঠ চুম্বন
লেখার টেবিলে শুধু শূন্যের বুদুদ

পুড়ে পুড়ে শেষ স্মৃতি ছাই হয়ে গেলে
শ্মশানবন্ধুর মতো
অক্ষরেরা নেমে যায় পুণ্যপুকুরের জলে,
লেখার টেবিল জুড়ে সেই অবসাদ

কালি ও কলমে ইদানীং অসুখের প্রত্নচ্ছবি