কবিতাসংগ্রহ/কবচকুণ্ডল/এলিজি: উনিশশ’ নব্বই

এলিজি: উনিশশ’ নব্বই

এত ধূলো আর ছাই বাতাসে উড়েছে কেন
কেঁপে উঠছে নাভিমূল, কোলাহলে
ঢেকে যাচ্ছে শববাহকের শোক, অলিন্দে দাঁড়িয়ে
দ্যাখো ঐ ঐ শেষ সুষমার হাসি ও লাবণ্য
আ’ পৃথিবী, মুছে দাও মুগ্ধ পুরুষের চুম্বনের দাগ
শুকনো ডালে এসো নবশ্যাম ঝড় নিয়ে এসো
ভুলে যাই গৃহবলিভুক আলো, স্মৃতির পাহারা
গাঢ় আঁধি এল, দীর্ঘ বিলম্বিত শীৎকার ভুলিয়ে
ভেঙেচুরে প্রতিমার নবীন কাঠামো, তবে এসো নবঘনশ্যাম
আ’ পৃথিবী, এত দেরি হচ্ছে কেন?