কবিতাসংগ্রহ/কবচকুণ্ডল/দৈনন্দিন

দৈনন্দিন

দিনের মুখোশ থেকে চতুরতা শিখে নেয়
রাতের আদল
কত মায়া কত ভ্রমে পথ থেকে মেখে নিই।
ধুলো-রেণু, আধ-পোড়া
ভারত-কঙ্কাল থেকে তুলে আনি নির্বিকল্প ছাই

যত যাই, দেখি, পথের উপরে পালক ছড়ানো
এ-পথে গিয়েছিলে তুমি?
তবে কেন পালক কুড়োতে গিয়ে দুটি হাত
রক্ত মেখে এল!

দিনের স্পন্দন থেকে রাত শিখে নেয়
ক্ষয় ও স্বলন
তবু রেখে আসি ভোরের আজানে, বৎসল মুহূর্ত
শুধু তোমার কাছেই