কবিতাসংগ্রহ/কবচকুণ্ডল/সাগর স্নান
(পৃ. ৭৬)
সাগর স্নান
এসো ঢেউ বড়ো ঢেউ মেজো ঢেউ কুনো ঢেউ এসো
ঘুমন্ত তীরের দিকে
ছুটে এসো, নুলিয়ার শাদা টুপি খুলে নাও আজ
আর ম্রিয়মাণ মানুষের মুখে গুঁজে দাও
কুচো-চিংড়ি, ঝিনুকের ছানা-পোনা—
এসো, ঘুমন্ত তীরের দিকে ছুটে এসো, এই
বালুকাবেলায় আমরা যে লিখেছি
নাম, এক নয় দুই নয় অনেক অজস্র, সে-সব নিয়ো না মুছে
এসো ঢেউ বড়ো ঢেউ মেজো ঢেউ কুনো ঢেউ
এসো।