কবিতাসংগ্রহ/কবচকুণ্ডল/এসো, পরীক্ষা প্রার্থনীয়
এসো, পরীক্ষা প্রার্থনীয়
এসো, এখানে দিবস-রজনী সুলভে গুনে দেখা হবে
সব কিছু: জাতকের রিষ্টি ভৌমদোষ কোষ্ঠকাঠিন্য ইত্যাদি থেকে
কী করে অতিসহজেই রক্ষা পাওয়া যায়
অষ্টধাতু দিয়ে গড়া অঙ্গুরীয় ব্যর্থ প্রেমে অতি মহৌষধ
দুঃখ-শঙ্কা লজ্জা-ভয় ছেড়ে এসো, আজব তাজ্জব সার্কাসের রিঙে
পিয়ারী লালের খেলা দেখে যাও ভদ্রমহোদয় মহোদয়গণ
সর্বমঙ্গলাকবচ পরে দ্যাখো বাবু ও বিবিরা, তোমাদের
শত্রুনাশ হবে, বাপ-বাপ-করে ছুটে আসবে সুখ ও সমৃদ্ধি
পাড়ার মাস্তান তোমাদের দেখে পোষা কুকুরের মতো লেজ নাড়বে
এসো, এখানে দিবস-রজনী সুলভে গেঁথে দেয়া হবে স্বপ্ন
লকেটের মতো: তু তু করে ডেকে বাসি রুটি ছুঁড়ে দিয়ে দ্যাখো
লেজ নেড়ে মিহিসুরে ঘেউ ঘেউ করছে বাবুদের বুল-ডগ
এসো, উত্তম যোটক হবে খচ্চরে-শেয়ালে, অব্যর্থ মাদুলি নিয়ে
কুঁজো চিৎ হয়ে দেখবে মেঘের তরীরা যায় ভেসে যায় কোন্ গগনে
দশ প্রহরণ হাতে মা জননী ছুটে আসবে শেয়ার ও ডিভিডেণ্ড নিয়ে
শুধু হাত পেতে দ্যাখো, এসো দিবস রজনী, সখা ও সখীরা,
পরীক্ষা প্রার্থনীয়