কবিতাসংগ্রহ/কিংবদন্তির ভোর/কিংবদন্তির ভোর/১৫
(পৃ. ১৩৫)
১৫
জল ফিরে যাচ্ছে উৎসে। এখানেই শুরু হলো
সন্ধাভাষা। এই ভাষা রাত্রি-সহচর।.
ভুসুকুর ভাত নেই আজও। ফুটো হাঁড়ি থেকে
গলে গেছে রূপকের আয়ু। ক্রিয়া নেই
বিশেষণ নেই। শুধু ন্যাংটো অভিধার ছায়া
পড়ে আছে কঙ্কাল-শহরে। জল আজ
ফিরে যাচ্ছে উৎসে। মোহানার দিকে তার
যাওয়া নেই আর। খালি হাতে
ফিরে আসে কাহ্নপাদ শবরীর কাছে। ভাষা থেকে
খসে পড়ছে সন্ধানের আলো।