কবিতাসংগ্রহ/কিংবদন্তির ভোর/পালকের ছায়া/১

পালকের ছায়া


তোমার মোহর তুমি রেখে গেছ নির্জনতা জুড়ে

ভোরের প্রথম আলো, সূর্যাস্তের ক্লান্ত ছায়া
তোমাকে ফিরিয়ে আনে
প্রতিদিন

সমস্ত ধ্বনির মূলে তুমি সেই
গভীর ওঙ্কার
আজ শুধু নীরবতা দিয়ে গড়ি
তোমার প্রতিমা

সমস্ত নির্মাণে তুমি রেখে গেছ তোমার মোহর