কবিতাসংগ্রহ/কিংবদন্তির ভোর/সময়-পিশাচ/২০

২০
এই ভাষা চাতক পাখির
এই ভাষা গহন ঋতুর

কতখানি বর্ণচোরা আলো
পাঁজরের অন্ধকার থেকে জেগে ওঠে রোজ
সেই সব লিখে নিই বর্ণপরিচয়ে
শোকে, পিপাসায়

এই ভাষা ফিরে-ফিরে আসে ঘাসফড়িঙের
পাখায় পাখায় আর
আকাশের মেঘে-মেঘে শস্যের বাসনা নিয়ে

এই ভাষা পিপীলিকা-প্রাণে, এই ভাষা মৃত্যু-ইশারায়