কবিতাসংগ্রহ/কিংবদন্তির ভোর/সময়-পিশাচ/৪


যে-কোনো শেকড় থেকে বুঝে নিই।
কতদূর ছড়িয়েছে
আগুনের আঁচ, মাটির আদলে এত
ছাই আর কালো রঙ দেখে
জানি, এই ঋতু হননের পরিহাসে ভরা
হাসতে-হাসতে দ্যাখ
শ্মশানে গড়িয়ে পড়ছে শববাহকেরা
কোনো ফুল নেই
অক্ষরের চিতায় দেওয়ার মতো
পোড়া খই
কোথায় ছড়াব, সোনামনি!