কবিতাসংগ্রহ/কিংবদন্তির ভোর/সময়-পিশাচ/৮
(পৃ. ১২৪-১২৫)
৮
সমাপ্তি-রেখাকে ছুঁয়ে ফিরে আসি
প্রতিবার, সামান্য ভনিতা করে
মেনে নিই হেরে যাওয়া
যত ভাবি নতুন আঙ্গিকে শুরু হবে
ভাষা ও বয়ন।
সেই এক কথা এক হাসি একই ভব্যতা
ফিরে-ফিরে আসে
সমাপ্তি-রেখাকে ছুঁয়ে ভেঙে যায়
বিষন্ন অক্ষর