কবিতাসংগ্রহ/তুমি সেই পীড়িত কুসুম/কম্পোজিশন
(পৃ. ৩৮)
কম্পোজিশন
মাত্রাহীন নিরন্ন বিষাদে জল পড়ে
পাতা নড়ে,
বড়ো অসময়ে দুলে ওঠে রুগ্ন স্মৃতি
বড়োশিঙা গ্রামে
মনে পড়ে, কবে যেন ভেঙে গিয়েছিল।
সংঘ আমাদের
নোনা ধরেছিল তাই ধ্বসে গেছে পুরোনো
খিলান, আজ
অসময়ে জল পড়ে, পাতা নড়ে ওঠে, দ্যাখো
শুধু ধুলো পথ জুড়ে
ভেঙে গেছে সংঘ সহজেই, তবুও
সমস্ত যায় সহজের দিকে
বিবিজান, কোনো ফুল ফোটে না শহরে