কবিতাসংগ্রহ/তুমি সেই পীড়িত কুসুম/প্রতিদিন, চোখের ভেতরে

প্রতিদিন, চোখের ভেতরে

প্রতিদিন চোখের ভেতরে জমে ওঠে অশ্রুর লবণ
প্রতিদিন আর্দ্র কনীনিকা ছুঁয়ে
ভারাক্রান্ত মেঘ ঝুঁকে পড়ে শূন্যের অলিন্দ থেকে
শ্বাসে ও প্রশ্বাসে
ঝরে যায় শিল্পবোধ, ঘনিষ্ঠ কুসুম

প্রতিদিন স্মৃতির গভীর থেকে উঠে আসে নিরাশ্রয়
দিনের কঙ্কাল, আর
প্রতিদিন সোনার ফসল পুড়ে যায় যুক্তিহীন
নির্বাধ আগুনে

প্রতিদিন পুরোনো মুখোশ পালটে নিচ্ছি প্রত্যেকেই
তবু নিরুপায়
অশ্রুর উৎস নিয়ে জেগে উঠছে চোখ প্রতিদিন