কবিতাসংগ্রহ/তুমি সেই পীড়িত কুসুম/চড়ুইভাতি

চড়ুইভাতি

এসো, রোদ এখনো মধুর, এই
নিরালায় চড়ুইভাতিতে এসো।

সব গ্রন্থি ছিড়ে নাও, নীলিমার নীবির বাঁধন
ছায়াম্লান ঘুমের ভেতরে চলে যাই

এসো, এঁটো মুখে চুমু খেয়ে নিই এই শেষবার
নীলিমার সঙ্গে শুয়ে থাকি ঘাস-বিছানায়

দাও সেঁকো বিষ, একে অপরের মুখে তুলে দিই
এই চড়ুইভাতির কোনো দায় নেই আত্মীয়তার

এসো শস্পশ্যাম রোদে, এই
চড়ুইভাতির নিরালায়