কবিতাসংগ্রহ/তুমি সেই পীড়িত কুসুম/ছিলে নীলে, এলে নোটবুকে
(পৃ. ৩৬)
ছিলে নীলে, এলে নোটবুকে
কেন যে নির্মোক খুলে দিয়েছিলে তুমি
শহরের পথে
জলভারনত মেঘ তাই তো ঘনাল যুগল বিদ্যুতে
নিউজপেপারে
বিবৃতির খই তুমুল ছড়াল, স্মরগরলের তাপে
বাষ্পীভূত হয়ে গেল
অনিমা-লঘিমা, আর লঘু বেদনার ভারে
কেটে গেল এ-ঘোর রজনী
কারা যেন খুঁটে-খুঁটে তুলে নিল নষ্ট প্রজন্মের
স্থায়ী ও অন্তরা
যুগল বিদ্যুতে জলভারনত মেঘ সহসা ঘনাল
এ-মাহ ভাদরে
ছোটো তরফের মেঘ এল, ও আল্লা ছায়া এল না।
কেন যে নির্মোক খুলে দিয়েছিলে তুমি
ছিলে নীলে
এলে নোট-বুকে।