কবিতাসংগ্রহ/তুমি সেই পীড়িত কুসুম/চোখ
(পৃ. ৫৬)
চোখ
আহারে চোখ তোর শহরে কবির দ্যুলোক
ভূলোক আছে অরূপরতন কবিকে তুই
খুব ভোলালি খুব শেখালি উড়নচণ্ডি
দ্রাক্ষামোচন স্বপ্নময়ীর রত্ননূপুর
একটুখানি শরম ছিল চোখের তারায় তাই কি কবির
কথা কেবল বাধছিল হায় কবির মরণ ঐভাবে হয়
কদমবনে কাদম্বরীর শুকপাখিটা হারিয়ে গেছে
বলেই চোখের গহন জুড়ে মেঘ জমেছে কথাকোবিদ
কবির মনেও তাই কি কবির জীবন থেকে মাত্রাযতির
নিয়ম গেছে হায় কবি তোর মরণ কেবল ঐভাবে হয়
আহারে চোখ তোর শহরে কবির দ্যুলোক
ভূলোক আছে অরূপরতন