কবিতাসংগ্রহ/তুমি সেই পীড়িত কুসুম/স্তব্ধ

স্তব্ধ

এখনো কি পাথর গড়িয়ে নামে জল
সমতলে?
এখনো কি আবহ-নীলিমা থেকে অশ্রু ফোটে
সামাজিক চোখে?
এখনো কি জনপদে কেউ কেউ ভাবে
জলের মহিমা?
সংগোপন ভেসে যাওয়া দেখে কোনো চোখে
কোনোদিন অশ্রু ঝরেছিল?

বিদায়ের স্তব শুনে-শুনে পাথর প্রতিমা
হলো যদি
ভাস্কর-লাবণ্য থেকে এত বেশি বিহ্বলতা
কেন ফুটে ওঠো?