কবিতাসংগ্রহ/তুমি সেই পীড়িত কুসুম/বকুল

বকুল

কখন বকুল ফোটে, কখন বকুল ঝরে যায়
মাঝে মাঝে পাখি ওড়ে
মাঝে মাঝে
পাখির পালক থেকে আর্তি ঝরে যায়

বকুলের ভুল হয়েছিল তা না হলে বকুল
কেন আর ফুল হবে
ফুল হয়ে কেন আর
দুলবে হাওয়ায়!

মানুয়ের সুখ থাকে, থাকে দুঃখ, থাকে
আরো কিছু কথা
বকুল তার কতটুকু
জানে? বিলক্ষণ ভুল না হলে সে আর
ফুল হবে কেন?

মাঝে-মাঝে পাখি ওড়ে, মাঝে-মাঝে পাখির
পালক থেকে
আর্তি ঝরে যায়
বকুল কেন যে ফোটে, কেন বা এমন ঝরে যায়!

বকুল, তুমি গাছের স্বজন
কোনো কিছু মানুষের নও?