কবিতাসংগ্রহ/তুমি সেই পীড়িত কুসুম/ছুটির দিন
(পৃ. ২৪)
ছুটির দিন
সারাক্ষণ, এই গরমের ছুটি, আমাকেই তাড়া করে এল
তোমার উজ্জ্বল দন্তপাঁতি
সারাক্ষণ, প্রিয় সাবানের ঘ্রাণ, ছুটে এসেছিল ঘরে
বারান্দায়, খোলা ছাতে
এই গরমের ছুটি তোমাদের লোভনীয় ত্বকে এনে দিল
ঘন কুসুমের মসৃণতা
তুমি একা নও, তোমার বোনেরা ছিল কাছাকাছি, সাবানের
গৃঢ় ব্যবহার ওরা জানে
সারাক্ষণ, এই গরমের ছুটি, ফুলেল তেলের গন্ধ আমাকেই।
ক্লান্ত করেছিল, সারাক্ষণ
তোমার উজ্জ্বল দন্তপাঁতি, প্রিয় সাবানের ঘ্রাণ, তাড়া
করেছিল খোলা ছাতে, বারান্দায়, ঘরে।