কবিতাসংগ্রহ/তুমি সেই পীড়িত কুসুম/তোমার হাসিতে

তোমার হাসিতে

ছোট্ট পর্দাঘেরা ঘর কেঁপে উঠল তোমার হাসিতে— দেয়ালের
ঘড়ি থেকে খসে পড়ে গেল কাঁচ— নিছক
আমোদে আন্তরিকভাবে কেঁদে উঠল আমূলের শিশু, আর
একই সঙ্গে
জানালার কাছে দাঁড়িয়ে হেঁড়ে গলায় ককিয়ে উঠল
শিশুটির দাদা— অতসব
ঢেকে গেল তোমার হাসিতে— সন্ধিবেলাকার
রোদ এসে ঢুকল
পর্দাঘেরা ঘরের ভেতরে, কাঁপতে কাঁপতে
প্রত্যেকের চশমা থেকে খসে পড়ল কঁচ— আর,
মনোবেদনায়
ঘরের নিভৃত আলো নিভিয়ে দিল একজন
রুগ্ন দার্শনিক।