কবিতাসংগ্রহ/তুমি সেই পীড়িত কুসুম/তুমি
(পৃ. ১৭)
তুমি
তুমিই আমার ব্যক্তিগত নির্জনতা, আমার কুহক
এইখানে হ্রদের পাশে জেগে উঠছে সুপারমার্কেট
যে শিখেছে নির্মাণ-নৈপুণ্য
তারও বৈরাগ্য চাই, চাই মহানিষ্ক্রমণ
ঐ দ্যাখ, কী সুন্দর মেঘ ভেসে যাচ্ছে, ভেসে যাচ্ছে চাঁদ
শুধু তুমি জেগে আছ সুপারমার্কেটে
আর, তোমার ঐ স্লিভলেস জামার
নিভৃতি থেকে ক্রমশই স্ফুটতর হচ্ছে অন্তর্বাস
সমস্ত ব্যস্ততা ও কোলাহল থেকে তুমি কেবলই
নৈর্ঋৎ কোণের দিকে সরে যাচ্ছ।
তুমি যেন আমার গোপন তৃষ্ণা, সান্ধ্য অনুভব
তবু, যে শিখেছে নির্মাণ-নৈপুণ্য তারও বিস্মৃতি চাই।
চাই মুক্ত পথ, বৈরাগ্য ও মহানিষ্ক্রমণ
তুমিই আমার ব্যক্তিগত নির্জনতা, আমার কুহক