কবিতাসংগ্রহ/তুমি সেই পীড়িত কুসুম/একটি জীবন

একটি জীবন

নদীর কাছে নারীর কাছে একটি জীবন পুড়তে জানে
একটি ভ্রমর উড়তে জানে একটি গোলাপ ফুলের কাছে
ঈষৎ দহন উপর্যুপর মেধার ভিতর বুকের ভিতর
ফুলের ভিতর ঘ্রাণের ভিতর তোমার আমার চোখের ভিতর

একটুখানি ভুল বাসনা মেনেই আমি শরম ভাঙি
একটুখানি পদ্যগরল খেয়েই আমি কুসুম ছিড়ি
একটুখানি ভাবতে ভালো একটুখানি জাগতে ভালো
একটুখানি প্রখরতায় পরানসখার পোড়াও ভালো

নদীর কাছে নারীর কাছে একটি জীবন পুড়তে জানে
একটি ভ্রমর উড়তে জানে একটি গোলাপ ফুলের কাছে।
ঈষৎ দহন উপর্যপর মেধার ভিতর বুকের ভিতর
ফুলের ভিতর ঘ্রাণের ভিতর তোমার আমার চোখের ভিতর