কবিতাসংগ্রহ/তুমি সেই পীড়িত কুসুম/প্রাকৃতিক

প্রাকৃতিক

বড়ো অবেলায় এল নরম ফুলেরা
স্পর্শ দিয়ে স্পর্শ নিয়ে
হল কমনীয়, আর
এক জন্ম থেকে অন্য জন্মে ছুটে গেল
ফুলের আহ্লাদ, ফুলের স্তব্ধতা

তরুণ মেঘের মনে বড়ো ভার, জলবহনের
বেলা যায়
মৃদু গন্ধ নিয়ে ভেসে আসে ফুলের বেদনা
মেঘ তো জানে না কিছু, শুধু
নেমে আসে ফুলেদের কাছে, স্পর্শ দিয়ে
স্পর্শ নেবে বলে

যে-ফুল ঘুমিয়ে তাকে মেঘ জাগাবে না।
শুধু ছুঁয়ে থাকবে সারারাত
আর, ফুলের স্তব্ধতা শিখে নিয়ে
উঠে যাবে কিছু দূর
তারপর, ধীরে, ঝরে যাবে মেঘের হৃদয় থেকে
জলবহনের ভার
জেগে থাকবে প্রিয় ফুলের শিয়রে
সমস্ত জীবন