কবিতাসংগ্রহ/তুমি সেই পীড়িত কুসুম/আবহ
(পৃ. ১৫)
আবহ
ফুল যে হঠাৎ ফুটেছে
সেকথা
ফুলের প্রকাশ্য দেশে না-বলাই
ভালো
ফুলের ভিতরে আজ জাগে
অন্য
কোনো ফুলের ইশারা
চোখের ভিতরে আছে অন্য কোনো
চোখ
সেই চোখ তন্ময়তা ঠিক ভালোবাসে
আজ
চোখের দ্যুলোকে ফুটে ওঠে গৃঢ়তম
নীল
প্রতি রঙে প্রতিটি রেখায়
ফুল ফোটে ফুলেরই মতো
অভিমানে
সেই কথা চোখ যত জানে
ততটুকু
ফুলেরা জানে না।