কবিতাসংগ্রহ/তুমি সেই পীড়িত কুসুম/যৌথ শবাগার

যৌথ শবাগার

নিঃশব্দ জলের তোড়ে ভেসে যাচ্ছে যৌথ শবাগার, কিশোরীর
বাদামি চিবুক থেকে মায়াময় নির্জন তর্জনি
তুলে আনছে গাঢ়তম রেখা, জলের নির্ঘোষ নেই, তবু মাঝে-মাঝে
স্রোতের বিষাদ দেখে কিশোরীর চোখ ভরে যাচ্ছে
জলে, বাতাসের ওষ্ঠ-চলাচল তার চুল ঝামরে দিয়েছে
চোখের আফোট নীলিমায় কবেকার অভিমান
জেগে আছে স্মৃতির সন্ত্রাস নিয়ে

আজ, নদীর উপান্তে ঐ স্রোতের বিষাদে কিশোরীর চোখ
মগ্নতা জেনেছে, যে জলে নির্ঘোষ নেই তার
নিবিড় ওঙ্কার থেকে জেগে উঠছে দৃশ্যগত ভুল, তর্জনির নখে
হয়তো বা লেগে আছে খুঁটিনাটি ভ্রম

নিঃশব্দ জলের তোড়ে ভেসে যাচ্ছে যৌথ শবাগার