কবিতাসংগ্রহ/তুমি সেই পীড়িত কুসুম/তুমি, অমিতাভ
(পৃ. ২৭)
তুমি, অমিতাভ
তুমি, অমিতাভ, ভুল পথে পাহাড় ও অরণ্য থেকে
সমতলে নেমে এসেছিলে—
ব্যস্ত জনপদে কে তোমাকে চিনেছিল?
নাকি তুমি সেই মূখ যুবকের মতো খুঁজেছিলে
ভুল অভিজ্ঞান?
ঘাম ও রক্তের চিহ্ন তুমি কী দ্যাখোনি?
তুমি, অমিতাভ, দামি কার্পেটের বুকে পা-রেখে
থম্কে দাঁড়ালে কেন?
ব্যস্ত জনপদে তুমি কী খুঁজেছ কোনো
গাঢ় প্রতিচ্ছবি?
তুমি কী দ্যাখো নি গ্লানি ও থুতুর চিহ্ন? নাকি
সেই মূখ যুবকের মতো
চেয়েছিলে ভুল অভিজ্ঞান? ব্যস্ত জনপদে
তোমাকে চিনেছিল?
স্থিতি নয় বিস্মৃতিও নয়— শুধু ঘুমঘোর
শুধু ভেসে-যাওয়া ছিল আমাদের
এলোমেলো ভ্রমণের পথে তাই তুমি ফেলে এসেছিলে
তোমার উষ্ণীষ—
পাহাড় ও অরণ্য থেকে বড়ো বেশি ভুল পথে
আমাদের সমতলে
অমিতাভ, তুমি নেমে এসেছিলে।