কবিতাসংগ্রহ/তুমি সেই পীড়িত কুসুম/নক্সা ৭৭
(পৃ. ৫৭)
নক্সা ৭৭
মৃদু বৃষ্টিপাতে কাল খামারের ফাঁড়ি-পথ ডুবে গিয়েছিল
সারারাত
বিশ্রি নোংরা জল আটকে থাকল গির্জার সিঁড়িতে
সারারাত
জলের ওপর ছপ-ছপ হেঁটে গেল কালো কালো ধুমসো মোষ
ঐ
একই ভাবে প্রত্যেকের বাড়ির উঠোনে গড়াতে-গড়াতে
ঢুকে পড়ল
একই ভাবে গড়াতে-গড়াতে বিশ্রি নোংরা জল প্রত্যেকের
বারান্দা
ভাসিয়ে দিল আর ঐ একই ভাবে ভেসে গেল ধবধবে
বিছানা
মৃদু বৃষ্টিপাতে খামারের ফাঁড়ি-পথ কাল ভেসে গিয়েছিল