কবিতাসংগ্রহ/তুমি সেই পীড়িত কুসুম/ফিরে এসো
(পৃ. ২১)
ফিরে এসো
ফিরে এসো মস্থরতা সজল দিনের ঘোর আলস্য
ফিরে এসো সহজিয়া চণ্ডীদাসের সই সজনি
মন-খারাপের বিকেলবেলায় ব্যর্থ প্রেমের পতঞ্জলি
নিয়ে এসো কিংবা কোনো বিচ্ছেদেরই মহাভাষ্য
ফিরে এসো গাছের সবুজ মিয়াবিবির তুমুল লাস্য
যুবক কবির বিরহ তাপ এলোমেলো ব্যঙ্গ হাস্য
নিয়ে এসো মদিরতায় আকিঞ্চন ও হল্লা বিপুল
কেউ জানে আজ কোন্ বিপিনে ভাঙছে কাহার এ-কূল ও-কূল
নামুক ছায়া এই অবেলায় একেই বলো জীবনযাপন
ফিরে এসো স্মরগরল ফিরে এসো ঘোর আলস্য
নিয়ে এসো হৃদয় খুঁড়ে ভুল বাসনার টীকা-ভাষ্য
ধর্মাধর্ম উচ্চাকাঙ্ক্ষা কনীনিকায় অশ্রু গোপন