কবিতাসংগ্রহ/তুমি সেই পীড়িত কুসুম/মনে পড়ে
(পৃ. ২১)
মনে পড়ে
পাহাড় তোমার চূড়ো দেখলে ঘরে ফেরার পথ ভুলে যাই।
সব ভুলে যাই পথ ভুলে যাই আকাশলীনা নদীর ভেতর
সুখ মনে নেই নদী তোমার কণ্টকিত জীবনযাপন
ভুলেই গেছি ধ্যান-অবসান কখন সাধের ফুল ফুটেছে
ফুলের জন্ম জেনেও আমি রিক্ত এবং ক্ষুব্ধ হলাম
থকে গিয়ে নষ্ট হলাম বাঁশি শুনে অর্ফিউসের
নষ্ট বলেই হিমচ্ছবি পাহাড়চূড়োয় মেঘলা বিকেল
মেঘলা বিকেল নইলে কী আর আজো তোমায় মনে পড়ে
মনে পড়ে পাহাড় তোমায় ঘরে ফেরার পথ ভুলে যাই
বাঁশির মোচড় সত্তা জুড়ে সব ভুলে যাই নদীর দেশে
নদী তোমার সুখ মনে নেই কণ্টকিত জীবনযাপন
মনে পড়ে ধ্যান-অবসান পাহাড় তোমার হিমচ্ছবি।