কবিতাসংগ্রহ/তুমি সেই পীড়িত কুসুম/মধুপুর

মধুপুর

কী করে ভোলালে তাকে, কী করে যে গেলে মধুপুর
কিছুটা বা খেদ ছিল, কিছুটা কি ঋণ ছিল তার
তাকে নিয়ে গেলে তবু, আমাদেরে
দিয়ে গেলে অসামান্য ঘুম
কী করে শেখালে যতি, কী করে যে জাগালে প্রবাস

কিছু বুঝি রিক্ত ছিল, কিছুটা কি তাপ ছিল তার
তাই তাকে নিয়ে গেলে, আমাদেরে
দিয়ে গেলে নিদালির ঘোর
কেন যে ভোলালে তাকে, নিয়ে কেন গেলে মধুপুর?