কবিতাসংগ্রহ/তুমি সেই পীড়িত কুসুম/যদি ছাই হয়ে যাই
(পৃ. ৩১)
যদি ছাই হয়ে যাই
যদি ছাই হয়ে যাই দিনের তিমিরে, ক্ষমা করো
যদি ভেঙে যায় বিষের প্রপাত, জলের গুঞ্জনে
শুধু ফুটে ওঠে দূরত্বের বোধ
স্নান অভিঘাতে
জাগে শুধু ব্যর্থ পিপাসার স্মৃতি, আনো দিন
দাহ-জাগানিয়া
যদি মুছে যায় সমস্ত বৈভব আহত নির্জনে
তুলে নিতে দিয়ো
আজ ভাঙা ছেনিটিকে
ক্ষমা করো, যদি ছাই হয়ে যাই দিনের তিমিরে