কবিতাসংগ্রহ/তুমি সেই পীড়িত কুসুম/নিদানের বেলা এল

নিদানের বেলা এল

বড়ো নিদানের বেলা এল আজ
বিস্ফারিত হয়ে ওঠে তাই
মূখ ও বধিরের তুমুল আড়ত, শেষ কোলাহলে
ফেটে পড়ে পথের নির্জন
শিল্পের দোহাই দিয়ে

নেমে যাও অন্য দ্রাঘিমার নিষ্ক্রমণে
মুছে ফেলে রতিখেদ, চলো
পাথরের দেশে
যা-ছিল নিভৃত আজ অনায়াস
কর্কশ হয়েছে।