কবিতাসংগ্রহ/তুমি সেই পীড়িত কুসুম/শিকড়ে জলের ঘ্রাণ
(পৃ. ৩২)
শিকড়ে জলের ঘ্রাণ
পথের ভনিতা যদিও ফুরোল
শিকড়ে জলের ঘ্রাণ
নটেগাছ এখনো সুঠাম
নেমেছে অনন্ত ঢল তেপান্তর জুড়ে
তেরো না তেত্রিশ নদী
হদিশ জানে না তার বেঙ্গমা-বেঙ্গমী
ভেঙে গেছে জিয়নকাঠিও
কে এল এ-পথে?
বলল, কেউ কী এ-পথে প্রকৃত এসেছে?
শিকড়ে জলের ঘ্রাণ
নটেগাছ তবুও সুঠাম