নিজেকেই বলি নিংড়ে নাও নিঃশব্দ আঁধার অপেক্ষার মানে নেই কোনো যেটুকু ইশারা আছে থাক ততটুকু যে-কুহক ভাষ্যের অতীত জেগে থাকবে চিরদিন এই জেনে মেনে নিই সব
রাত ৮-২৫॥ ১৪.৭.২০১০॥ বিশ্ববিদ্যালয় আবাসন