কবিতাসংগ্রহ ৩/নিজস্ব গোধূলি/১১
(পৃ. ১৮)
এখন ভাঙনবেলা
এর চেয়ে বেশি কোনো সারসত্য নেই
মুঠোর ভেতরে কুশ
প্রাণঘাতী অস্ত্র হয়ে যাচ্ছে নিমেষেই
বৃষ্টি বদলে যাচ্ছে
উল্কাপাতে আর ধানজমির উপর দিয়ে
বয়ে যাচ্ছে মরুঝড়
এখন ভাঙনবেলা, এখন বিনাশ-কাল
কুঁকড়ে যাচ্ছে সমস্ত ইন্দ্রিয়
এর চেয়ে বেশি কোনো সারসত্য নেই
রাত॥ ১১-১০॥ তদেব