কবিতাসংগ্রহ ৩/নিজস্ব গোধূলি/১৩
(পৃ. ২০)
সমস্ত সময় জুড়ে এখন স্তব্ধতা
মুহূর্তের কাঁধে মুহূর্তের শব
প্রত্যেকেই পরে আছে মৃদু শোকচিহ্ন
ধীরে এগিয়ে চলেছে মিছিলেরা
এই দৃশ্য প্রতিদিন দেখতে-দেখতে
ঘনিয়ে এসেছে ছায়া অন্ধকার
এখন স্তব্ধতা শুধু সমস্ত সময় জুড়ে
সন্ধ্যা॥ ৫-৫৫॥ তদেব