কবিতাসংগ্রহ ৩/নিজস্ব গোধূলি/১৮
(পৃ. ২৩)
আঁচ থাক বা না থাক
ভেতরে আগুন আছে, কোনোদিন
হয়তো-বা ইন্ধনেরা ছিল
আজ নেই তবু জ্বলে যায় এই সত্য
ফুটে উঠছে সুন্দরের
শ্লোক হয়ে আগুনের কথকতা হয়ে
দাহ থাক বা না-থাক
জেগে আছি, জেগে থাকব, আজ ও আগামীকাল
নিজেকে ইন্ধন জেনে
দুপুর॥ ১২-৫৫॥ তদেব