কবিতাসংগ্রহ ৩/নিজস্ব গোধূলি/১৭
(পৃ. ২২)
রেখেছ আমাকে ঘিরে বৈভবে, বিষাদে
প্রতি উচ্চারণে
যত অন্তঃস্বর, সমস্ত ভরেছ নিজস্ব মুদ্রায়
এর চেয়ে বেশি
কোনো কথা জানা নেই তাই ফিরে ফিরে আসি
হওয়ার রূপকে
শূন্য থেকে পূর্ণে ফের পূর্ণ থেকে শূন্যে
মেধা ও হৃদয়
মেশে অই আশ্চর্য পরমে যেখানে নীরব ভাষা
এর চেয়ে ভাল
ছুঁয়ে থাকা অন্তত ছুঁতে চাওয়া আলো ও ছায়ার
গূঢ় সীমারেখা
তুমি আছো একান্ত সময়ে, নিঃসময়ে, অন্তহীন
পরিসর জুড়ে
প্রতি উচ্চারণে আমাকে রেখেছ ঘিরে
শিল্পের মায়ায়
দুপুর॥ ১২-৪০॥ ৩১.১২.২০১০॥ বিমানে, শিলচর থেকে কলকাতা॥ (আই টি ৪৮০৫)