কথা ছিল সমস্ত ছায়ার শেষে জেগে থাকবে আলো
কথা ছিল চোখের সহজ মুদ্রা শিখে নেব
তাতে সব হবে, ফুলে ঘ্রাণ দেখা দেবে
রাতগুলি হবে আরো ফুল্লকুসুমিত
কথা ছিল শব্দে-শব্দে ফুটে উঠবে জ্যোৎস্নার সংকেত
কথা ছিল তুমুল হাওয়ায় পৌঁছে যাবে সমস্ত আহ্বান

প্রতীক্ষার শেষে ফিরে আসছে ফাঁপা প্রতিধ্বনি
ফিরে আসছে ব্যর্থ প্রতিশ্রুতি গোপন বিষাদ
কথা ছিল শিখে নেব চোখের সহজ মুদ্রা আর গাঢ় নীরবতা
কথা ছিল জেগে থাকবে আলো, কথা ছিল জেগে থাকবে তুমি

রাত॥ ১০-৩০॥ তদেব