কবিতাসংগ্রহ ৩/নিজস্ব গোধূলি/১৫
যে-পথ আমার নয়, সে-পথে কেন যে বারবার চলি
এই এক ধাঁধা যার কোনো মীমাংসা নেই
সত্য শুধু ফিরে ফিরে আসা পথের উজানে একা, দোসরবিহীন
এরকম কেন হয় ভেবে ভেবে দিন যায় নিরুত্তর
কোন পথ প্রকৃত আমার, তা কি কোনোদিন বোঝা গিয়েছিল
তবু এত অফুরান চলা যেদিকে দু'চোখ যায়
পথ জুড়ে শুধুই পাথর, নুড়ি ও কাঁকর আর বিক্ষত পায়ের ছাপ
প্রতিদিন আরো দীর্ঘ হচ্ছে পথ, শরীরের ক্লান্ত ছায়া
সঙ্গে-সঙ্গে চলে যতদূর দিগন্তের শেষ দেখা যায়
কেন এই যাওয়া, কোথাও পাওয়ার কিছু নেই তবু
পথের বাস্তব থেকে পথের রূপক খুঁজে খুঁজে নিজেকে ভোলানো
হয়তো-বা কিছু আছে আরেকটি বাঁকের পরে
এ পথ আমার নয় তবু চলি গন্তব্য থাক বা না-থাক
ধুলো মাখি ধুলো ভাবি ধুলো লিখি ধুলো হয়ে ধুলোতেই মিশি
যত যাই ওই পুঞ্জ পুঞ্জ ধুলো ঢেকে দেয় সব চিহ্ন
যা-কিছু কাঁকরে ছিল কিংবা পাথরের গায়ে অদৃশ্য শ্যাওলার
অবিকল ক্ষত, সেইসব মেনে নিই পথের প্রশ্রয়ে
এই চলা ফুরোবে না, দ্যাখো, ওই দীর্ঘতর শরীরের ছায়া
রাত॥ ৯-০০॥ ২৫.১২.২০১০॥ বিশ্ববিদ্যালয় আবাসন